ছয় দিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
টানা ছয় দিন দরপতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ নভেম্বর) দেশের পুঁজিবাজার লেনদেন শুরু হয়। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অর্থমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিয়ন্ত্রক সংস্থাকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুঁজিবাজারের দিকগুলো নিয়ে কথা বলে অর্থমন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এ খবরে সোমবার উভয় বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বেড়েছে।
ডিএসইর তত্য মতে, আজ প্রথম ঘণ্টায় বাজারটিতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ারের দাম।
বিজ্ঞাপন
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও বেড়েছে। এর মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১৫১ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ২২টির, আর অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এসএম