পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম লিমিটেড ও আলহাজ টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ২০২০-২১ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) অর্থাৎ ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এদের মধ্যে প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৯৪ পয়সা।

এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগের বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।

আর বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিল ৬৩ পয়সা।

এমআই/ওএফ