পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুঁজিবাজারে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক-আর্থিক বিভাগের পুঁজিবাজার তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও পুঁজিবাজার তদারকি কমিটির প্রধান মফিজ উদ্দিন।

এদিকে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ডকে এক্সপোজার লিমিটেডের বাহিরে রাখা ও বাজার দরের পরিবর্তে শেয়ারের কেনা দামকে এক্সপোজারে লিমিটে গণনা করা হবে এমন ঘোষণা আসবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।

কারণ সভা শেষে মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, আজকের ইতিবাচক আলোচনা হয়েছে। তবে মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি মাসের মধ্যে আরেকটি মিটিং হবে সেখানে কিছু সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ২০১৯ সালে অর্থমন্ত্রীর নেতৃত্বে সুধীজনের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে যার যার অস্থানের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এমআই/ওএফ