শেয়ার বিক্রির চাপে সূচকের পতনের মাধ্যমে সোমবার (১৩ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৪ পয়েন্ট। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট। লেনদেনেও ধীরগতি দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‍ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৭টির, অপরিবর্তিত রয়েছে ৬৪টি শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক কমেছে ৪ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৭০ কোটি ৫৭ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ২০ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬০৫ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ