শেয়ার বিক্রির চাপে সূচক পতনের মাধ্যমে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৫ পয়েন্ট। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬৩ পয়েন্ট। ডিএসইতে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম কমায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‍৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির, অপরিবর্তিত রয়েছে ৫৪টি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক কমেছে ৭ দশমিক ৭৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৬৩ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৯৪ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩২ লাখ ২৮ হাজার ৬৫৯ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১০৯ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৮৭টির, অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস