সূচক উত্থানের মধ্য দিয়ে বুধবার (২২ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‍৩২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৯টি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএসর সূচক বেড়েছে ৬ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১০২ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে এক কোটি ৬০ লাখ ৫২ হাজার ৫০৭ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৪টির, অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ