সূচক বাড়লেও লেনদেনে ধীরগতি
সূচকের উত্থানের মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। তবে লেনদেনে ধীরগতি দেখা গেছে।
বিজ্ঞাপন
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অব্যাহত দরপতন রোধে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে মার্জিন ঋণ সুবিধার ক্ষেত্র আরও বাড়িয়েছে কমিশন। তাতে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে শেয়ারের দাম বাড়ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬২টির, অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।
বিজ্ঞাপন
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২ পয়েন্ট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে একই সময়ে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক এ সময়ে আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৫০৫ টাকার শেয়ার।
সিএসইতে প্রথম ঘণ্টায় ১৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩২টির, অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
এমআই/জেডএস