দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার (৯ জানুয়ারি) থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২০২১ সালের ১৩ জুলাই কোম্পানিটি গত বছরের ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে উৎপাদন শুরু করতে পারেনি।

রাইস ব্র্যান অয়েল উৎপাদন করা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৪০ টাকা ৭০ পয়সা। বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

দীর্ঘদিন বন্ধ থাকার পর কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন পর্ষদ কোম্পানির উৎপাদনে যাওয়ার চেষ্টায় জাপানভিত্তিক মিনোরি বাংলাদেশ এমারেল্ড অয়েলে বিনিয়োগ করতে এগিয়ে আসে।

এদিকে এমারেল্ড অয়েলে বিনিয়োগ করার লক্ষ্যে কোম্পানিটির পর্ষদে সিদরাতুল মাহাবুবকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে মিনোরি বাংলাদেশ। কোম্পানিটির প্রায় ৮ শতাংশ শেয়ার কেনার পর এ নিয়োগ দেওয়া হয়েছে।

এমআই/এসএসএইচ