পরপর তিন বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিয়ে হতাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ১৯৯০ সালে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ জুন ২০১৯, ২০২০ এবং ৩০ জুন ২০২১ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, গত তিন বছরের মধ্যে কোম্পানিটি ৩০ জুন ২০১৯ শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৭২ পয়সা। ২০২০ সালের ৩০ জুন বছরের শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আর ৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ২১ পয়সা।

লোকসানে থাকায় গত তিন বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ফলে কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি শেয়ারধারীকে হতাশ করেছে।

পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পিনিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ওই দিন তিন বছরের এজিএম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি।

এমআই/জেডএস