শেয়ারহোল্ডারদের জন্য নামমাত্র লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের জুলাই থেকে ৩১ ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

যা বুধবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

গত ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। অর্থাৎ তিন পয়সা ইপিএস বেড়েছে। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৬ পয়সা।

এর মধ্যে অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ পয়সা।

এমআই/জেডএস