শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা কোম্পানি রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড।

রোববার (১৩ ফেব্রুয়ারি) জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সচিব মামুনুর রশিদ।

তিনি বলেন, আজ বিকেলে ভার্চুয়ালি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ। ওদিন সকাল ১১টায় কোম্পানির ৩৪তম এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।

কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে বিমা খাতের এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৫৯ পয়সায়। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ অর্থাৎ ২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেওয়া হবে। আর বাকি ৩ টাকা ৯ পয়সা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করা হবে।

এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ২১ পয়সা। ওই বছরও শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। অর্থাৎ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে কোম্পানিটির মুনাফা বেড়েছে। কিন্তু লভ্যাংশ দেওয়ার প্রবণতা বাড়েনি।

এমআই/এমএইচএস