শেয়ার বিক্রির চাপে সূচকের নিন্মমুখী প্রবণতার মাধ্যমে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট।

এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮৯টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৭ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৫ দশমিক ৪৮ পয়েন্ট।

ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৪ দশমিক ১১ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৬২ লাখ ৩৫ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ২০ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৮৪১ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ১৬৬ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

এমআই/জেডএস