প্রথম ঘণ্টায় সূচক নেই ২২ পয়েন্ট
শেয়ার বিক্রির চাপে সূচকের নিন্মমুখী প্রবণতার মাধ্যমে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট।
এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮৯টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৭ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৫ দশমিক ৪৮ পয়েন্ট।
বিজ্ঞাপন
ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৪ দশমিক ১১ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৬২ লাখ ৩৫ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ২০ হাজার ৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৮৪১ টাকার শেয়ার।
সিএসইতে প্রথম ঘণ্টায় ১৬৬ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
এমআই/জেডএস