শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মাধ্যমে দিয়ে রোববার (২০ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৫ পয়েন্ট।

এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। লেনদেনে ধীর গতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৩ দশমিক ৮১ পয়েন্ট।

ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৫ দশমিক ৫৯ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ২০ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ৪ লাখ ৬১ হাজার ৫৪৪ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ৮৯ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

এমআই/এসএসএইচ