২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। গত বছরের ন্যায় এবারও প্রথম হয়েছেন নারী শিক্ষার্থী। সার্বিক ফলাফলেও সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতায় মেয়েরা ছেলেদের তুলনায় বেশি এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ফলাফলে দেখা যায়, এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ। তাদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে, শতকরায় যা ৪৩ দশমিক ৯১ শতাংশ। এছাড়াও ৪৪ হাজার ৫০৪ জন নারী শিক্ষার্থী পাস করেছেন, শতকরায় যা ৫৬ দশমিক ০৯ শতাংশ।

এতে আরও জানা যায়, সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা এক হাজার ৮৮৫ জন, যা শতকরায় ৪৪ দশমিক ৫৬ শতাংশ। আর সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত মেয়ের সংখ্যা দুই হাজার ৩৪৫ জন মেয়ে, যা শতকরায় ৫৫ দশমিক ৪৪ শতাংশ।

লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামের এক মেয়ে শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫ নম্বর। আর লিখিত পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে ছেলে। তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৫।

টিআই/আইএসএইচ