গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা
করোনার টিকা নিচ্ছেন এক ব্যক্তি
মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মরত ১ হাজার ৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মাহবুবুর রশীদ। চিঠিতে বলা হয়, গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মরত ১৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
তালিকার মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১২৯ জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩৩১ জন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ১২৫ জন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবিক্ষণ ইউনিটের ৪৬ জন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ৯২ জন, শিশু কল্যাণ ট্রাস্ট্রের ১৭ জন, শিশু কল্যাণ ট্রাস্ট্রের আওতাধীন প্রাথমিক স্কুলের শিক্ষক ৯৩৪ জন এবং শিশু কল্যাণ ট্রাস্ট্রের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মচারী ২১২ জন।
৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকদের করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেওয়া হবে। বর্তমানে ভাইরাস থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টিকা নিতে হবে।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, এরইমধ্যে শিক্ষকদের টিকা দেওয়ার নামের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সব শিক্ষক-কর্মকর্তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নেবেন।
আরও বলা হয়েছে, প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কতোজন টিকা গ্রহণ করছেন তার বিস্তারিত তথ্য নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ডিপিইতে পাঠাবে। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে টিকা প্রদান কার্যক্রমে তথ্য ডিপিইতে সংরক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক এ এম মনসুর আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকদের টিকা দেওয়া নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কারা টিকা নিচ্ছে, কারা নিচ্ছে না, টিকা নেওয়ার পর শিক্ষকদের কি অবস্থা এসব বিষয় জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামী সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষকদের কোভিড-১৯ টিকা দেওয়া করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর এ কথা বলেন তিনি।
এনএম/জেডএস