গণবিজ্ঞপ্তির দাবিতে নিবন্ধনধারীদের প্রতীকী অনশন
প্রতীকী অনশনে বেসরকারি শিক্ষক হিসেবে নিয়োগপ্রত্যাশীরা/ ছবি: ঢাকা পোস্ট
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেসরকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত শুরু করতে আন্দোলন করছেন নিয়োগপ্রত্যাশীরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের (এনটিআরসিএ) সামনে তারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।
এ সময় তারা হুঁশিয়ারি দেন, আগামী এক মাসের মধ্যে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দেশের বিভিন্ন জেলা থেকে ১-১৫তম ব্যাচের নিবন্ধনধারীরা হাতে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে এবং মাথায় সাদা কাপড় ও মুখে কালো ফিতা বেঁধে এনটিআরসিএ’র সামনে জড়ো হন। গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধনধারীরা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
নিয়োগপ্রত্যাশীরা জানান, সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫৭ হাজার শূন্যপদের তালিকা তৈরি করা হয়েছে। অথচ নানা অজুহাতে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
প্রতীকী অনশন চলাকালে এনটিআরসিএর কর্মকর্তারা নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে দেখা করেন। এভাবে গণবিজ্ঞপ্তির জন্য অনশনে বসার জন্য তারা দুঃখ প্রকাশ করেন। দ্রুত এসব নিবন্ধনধারীদের সুখবর দেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এ সময় এনটিআরসিএ সচিব বলেন, এ মাসেই গণবিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা চলছে। এর বিপরীতে অনশনরত নিবন্ধনধারীদের বক্তব্য, তারা এরকম আশার বাণী বিগত এক বছর থেকে শুনছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না এনটিআরসিএ।
এনএম/আরএইচ/এফআর