২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ জুন থেকে শুরু হয়ে চলবে ২ জুলাই পর্যন্ত চলবে। এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ জুলাই সকাল ১০টা থেকে ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ৩১ আগস্টের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফল জানিয়ে দেওয়া হবে।

এবারের বুটেক্স ভর্তি পরীক্ষা ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে।

এবারও ২০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা হবে, যেখানে গণিতে ৬০, পদার্থে ৬০, রসায়নে ৬০ এবং ইংরেজিতে ২০ নম্বর করে থাকছে।

এএজে/জেডএস