প্রতীকী ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুইজন। তারা হলেন, সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।

সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবং সুমাইয়া বিনতে মাসুদ খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন।

এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়েছিল ১ লাখ ৬১ হাজার ৭৬৭টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। এই ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।

পরীক্ষায় ৮০ নম্বরের ওপরে পেয়েছেন ৫০ জন। ৭০ নম্বরের ওপরে পেয়েছেন ১ হাজার ৬২১ জন ও ৬০ নম্বরের ওপরে পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন।

এর আগে শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয় গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এটিই গুচ্ছের ২০২১-২২ সেশনের প্রথম ভর্তি পরীক্ষা।

এমএইচএস