আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। 

পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, রাজধানীর সড়কে গত কয়েকদিনের ভয়াবহ যানজটের চিত্র দেখে ভীত হয়ে পড়েছেন। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আগেভাগেই কেন্দ্রে চলে এসেছেন।

সকালে সরেজমিনে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। অধিকাংশ পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবক রয়েছেন।

ছেলেকে নিয়ে আসা মাহমুদুল হাসান নামের এক অভিভাবক বলেন, গত কয়েকদিনের ধরে ঢাকায় যে পরিমাণ যানজট তৈরি হয়েছে সেটি আমাদের যথেষ্ট ভোগান্তি দিয়েছে। আজ যেহেতু ছেলের পরীক্ষা তাই আর কোনো ঝুঁকি নিতে চাইনি। আগেই কেন্দ্রে চলে এসেছি। এখানে বসে অপেক্ষা করলেও মানসিক শান্তি পাওয়া যায়। পরীক্ষার আগে ছেলে যেন কোনো দুশ্চিন্তায় না পরে সেদিকেই খেয়াল রাখছি।

আব্দুল মজিদ নামের আরেক অভিভাবক বলেন, আজ প্রথম পরীক্ষা হওয়ায় অফিস থেকে ছুটি নিয়েছি। মেয়েকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে এসেছি। আগেভাগেই চলে এলাম। কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপও বাড়বে। যদি যানজটে পড়ে সময়মত কেন্দ্রে পৌঁছাতে না পারি তাহলে সেটি বড় বিপদ হবে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, কাকলি হাই স্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, কুইনস কলেজ, স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ, স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা প্রেসিডেন্সি স্কুল, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের মোট ১ হাজার ৭৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

জানা গেছে, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। দেশের ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবে।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ১৯ জুন থেকে শুরু করে ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট ও উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

আরএইচটি/ওএফ