বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আগামী ৮ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটিং ইভেন্ট ‘আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতা ২০২১’ আয়োজন করতে যাচ্ছে।

দুই দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান এবং মক কনটেস্ট শুক্রবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত অনসাইট প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রধান বিচারক হিসেবে এবং সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক শাহরিয়ার মনজুর বিচারক-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হুদা এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফৈয়াজ খানের অনুপ্রেরণায় এ  অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ১১৭টি কলেজ বিশ্ববিদ্যালয়ের ১৭৪৫ টিমের প্রিলিমিনারি প্রতিযোগিতাটি সম্পূর্ণহয়। অনলাইন প্রিলিমিনারি প্রতিযোগিতার ভিত্তিতে ১০৪টি কলেজ বিশ্ববিদ্যালয়ের ১৬৫টি টিমকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। বাংলাদেশের ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৫ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৪৯৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ১৬৫টি দল এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রয়োজনীয় সব প্রস্তুতি পরিচালনা করছেন প্রফেসর ড. মো. আলী নূর, নির্বাহী কমিটির সভাপতি, এবং প্রো-ভাইস চ্যান্সেলর, বিইউবিটি এবং প্রতিযোগিতার সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান।

আগামী শনিবার (৮ অক্টোবর) পাঁচ ঘণ্টাব্যাপী এ প্রতিযোগীরা ১০-১২টি চ্যালেঞ্জিং কম্পিউটিং সমস্যা সমাধান করার জন্য মোকাবিলা করবে। ১৬৫টি দলের মধ্যে থেকে তিনটি দলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। অংশগ্রহণকারীরা জটিল অ্যালগরিদমিক সমস্যা সমাধানের জন্য তাদের সমস্যা-সমাধান দক্ষতা ব্যবহার করে কম্পিউটার বিজ্ঞানের শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকেল ৫টায় বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানের পাশাপাশি প্রযুক্তিগত সেমিনার, রোড শো, মজার ইভেন্ট, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্র্যান্ড গালা ডিনারের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতাটি বিইউবিটি, আইসিটি বিভাগ, ডিজিটাল বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দ্বারা সমর্থিত এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, থেরাপ (বিডি), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রাণ, নেসলে, ম্যাগি এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পৃষ্ঠপোষকতা করেছে।

জেডএস