প্রতীকী ছবি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৬ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ১৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১৬৭ জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।

রোববার (৬ নভেম্বর) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্তদের জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগী যদি থাকে, তবে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বছর এইচএসসি-সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানে প্রশাসন।

করোনা মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর আজ (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এমএম/এমএইচএস