‌‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন জেলা মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে’ দাবি করে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়।

ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন জেলাসমূহের মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত স্বাভাবিক নিয়মে শ্রেণি কার্যক্রম চলবে।’

ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তি

এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশি কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছেন সেটা ভুয়া৷ আমরা এমন কোনো বিজ্ঞপ্তি দিইনি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিভ্রান্তি এড়াতে  মাউশি থেকে দ্রুত একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এমএম/এসকেডি