শিক্ষার্থীদের মনোজগতে আস্থা সৃষ্টি করতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, শিক্ষার্থীদের মনোজগতে আস্থা সৃষ্টি করতে হবে। তরুণদের মধ্যে যে উদ্যম, অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ গ্রহণের সদিচ্ছা রয়েছে তার সঙ্গে নতুন টুলস নিয়ে পাশে দাঁড়াতে চাই। মেন্টাল হেলথ এবং জিআইএস নিয়ে ক্যাম্পাসগুলোতে যদি নতুন আবহ তৈরি করতে পারি তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে আস্থা তৈরি করা সহজ হবে। আমাদের লক্ষ্য একজন শিক্ষার্থীও যেন হতাশায় না ভোগে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে অনলাইন প্লাটফর্ম জুমে ‘জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং এবং মেন্টাল হেলথ’ শীর্ষক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ২০২৩ সাল থেকে সব শিক্ষার্থীকে অবশ্যপাঠ্য হিসেবে আইসিটি এবং সফট স্কিল পড়তে হবে। আমরা নানাবিধ বিষয়কে সমন্বয় করে কোর্স-কারিকুলাম ঢেলে সাজাচ্ছি। শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারে সেটি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন এবং আর্থিক অস্বচ্ছলতার মধ্যে থাকে তাদের বৃত্তি প্রকল্পের আওতায় আনা হবে। আমরা যেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে পারি।
তিনি বলেন, কেউ যেন শিক্ষা গ্রহণ থেকে বাদ না যায়। সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করতে চাই। যে শিক্ষার্থী ক্যাম্পাসে আসে তার মানস গঠন, ইতিবাচক চিন্তা জাগ্রত করা সর্বোপরি দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে সেই শিক্ষার্থীকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ এবং ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান। মেন্টাল হেলথের ওপর রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। আর জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিংয়ের ওপর রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম।
ট্রেনিং ফর টিচার্স মেন্টাল হেলথের ওপর ১৮ ডিসেম্বর থেকে অনলাইনে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। শেষ হবে ৩১ ডিসেম্বর। জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ব্যবহারিক বিষয়ের ওপর পাঁচ দিনব্যাপী ফেস টু ফেস শিক্ষক প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৯ জানুয়ারি। জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিংয়ের প্রশিক্ষণ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিআইএস ল্যাবে।
এমএম/এসএসএইচ/