বর্ণাঢ্য আয়োজনে নবেল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর নবেল স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব উদযাপিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) আফতাব নগরে স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
বিজ্ঞাপন
নতুন বছরের প্রথম দিনে, নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিল ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাস্যোজ্জল চোখে-মুখে ছিল জীবনের লক্ষ্যপূরণ আর স্বপ্নজয়ের সোপানে পা রাখার আনন্দ।
এদিকে নতুন বছর, নতুন ক্লাসে, নতুন বই হাতে পাওয়ার পর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আনন্দিত অভিভাবকরাও। তারা বলছেন, বছরের প্রথমদিন বই হাতে পাওয়ার কারণে সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবে বাচ্চারা। ফলাফলও ভালো হবে।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্য স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ঢালী বলেন, বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষ্যে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। শিক্ষার্থীদের স্মার্ট ও দক্ষ করার মধ্যে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
তিনি বলেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। নতুন বই শিশুদের কাছে পরম প্রাপ্তি। নতুন বই শিশুকে বিমুগ্ধ ও বিমোহিত করে, বইয়ের ঘ্রাণ শিশুকে বিভোর করে। নতুন বইয়ের পৃষ্ঠা শিশুকে কৌতুহলী করে তোলে।
অনুষ্ঠানে নবেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আবু আবদুল্লাহ মোহাম্মাদ বায়জিদ বলেন, প্রতি বছর জানুয়ারির শুরুতে নতুন বই সরবরাহ করা সরকারের একটি ধারাবাহিক সাফল্য। এ সাফল্য ধরে রাখার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের সঠিক মানুষ করার দায়িত্ব নিতে হবে। দায়বদ্ধতার জায়গা আরও বিস্তৃত করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এসব কোমলমতি শিশুদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।
এসময় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম/এসএম