চলতি বছর জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু  হবে ১৫ মার্চ থেকে। চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, মাদরাসা কর্তৃপক্ষকে প্রকৃত শিক্ষার্থীদের তথ্য যেমন, শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম ইংরেজির ক্যাপিটাল লেটারের মাধ্যমে বোর্ডের নির্ধারিত ফর্মে পূরণ করে অনলাইনে জমা  দিতে হবে। 

যেভাবে দেওয়া যাবে রেজিস্ট্রেশন ফি

বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপ অনুযায়ী ফি জমা দেয়া যাবে ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে। আর ১৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে টিটি স্লিপ অনুযায়ী টাকা জমা দেওয়া যাবে। ইএসআইএফ পূরণ ও জমা দেওয়া যাবে ৬ মে পর্যন্ত। আর ১৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজপত্র জমা দেওয়া যাবে।

দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ৬৪ টাকা ফি নেওয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেওয়া হবে ৪০টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেওয়া হবে ২৪ টাকা। কোনো শিক্ষার্থী ১৯ এপ্রিলের পরে রেজিস্ট্রেশন করলে বিলম্ব ফি হিসেবে নেওয়া হবে ৫০টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১১৪টাকা নেওয়া হবে।

নির্ধারিত ওয়েবসাইটে ইএসআইএফ পূরণ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে, বোর্ড থেকে দাখিল ৯ম শ্রেণির পাঠদানের অনুমতিবিহীন মাদরাসাগুলো দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে পারবে না। 

এনএম/এসকেডি