ধানমন্ডি আইডিয়াল কলেজের চলমান সংকট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের আশ্বাসে একাডেমিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছে কলেজটির শিক্ষক-কর্মচারীরা।

এর আগে কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ৬ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন তারা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ধানমন্ডি আইডিয়াল কলেজের গর্ভনিং বডির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিয়াল কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতির সহযোগী ও চিহ্নিত দুর্নীতিবাজদের রক্ষায় ষড়যন্ত্রকারী গভর্নিং বডির কতিপয় সদস্য ও গভর্নিং বডির প্রভাবশালী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ ও কলেজ গভর্নিং বডি বিলুপ্তির দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ‘একাডেমিক কার্যক্রম বর্জন' কর্মসূচি গত ৬ ফেব্রুয়ারি থেকে চলমান। ইতোমধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধিদল ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাত করে কলেজের বর্তমান অবস্থা ও তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। এছাড়াও শিক্ষকদের আরেকটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে কলেজের সার্বিক অবস্থা ও বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে বিস্তারিত আলোচনা করেন।

এতে আরও বলা হয়, মেয়র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফলপ্রসূ আলোচনার পরে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবির বাস্তবায়ন বিষয়ে তাদের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির প্রেক্ষিতে আইডিয়াল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা চলমান একাডেমিক কার্যক্রম বৰ্জন কর্মসূচি  রোববার থেকে স্থগিত ঘোষণা করেছেন। রোববার থেকে কলেজের পূর্ব সময়সূচি অনুযায়ী সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পূর্ব পর্যন্ত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কলেজের অভ্যন্তরে মুক্ত মঞ্চে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন।

এমএম/ওএফ