জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পদগুলো হচ্ছে- স্টাফ নার্স, মেডিকেল সহকারী, ড্রাইভার, কুক ও সহকারী কুক।

সোমবার (২২ মে) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্যের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনএম/কেএ