মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ আগস্ট) বিভাগীয় নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০টি পদের বিপরীতে নিয়োগের জন্য নির্বাচিতদের নিয়োগের সুপারিশ করা হয়। সেই সুপারিশের চূড়ান্ত অনুমোদন শেষে নির্বাচিত তালিকা প্রকাশ করা হলো।

মাউশি জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরাসরি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিটির ২২ আগস্টের সভার সুপারিশ এবং ওই সুপারিশ কর্তৃপক্ষের অনুমোদন সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সমদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার স্টোরকিপার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোরকিপার, মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান পদের জন্য মোট ৯২৬ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।  

এনএম/জেডএস