২০২০ সালের (বিশেষ মূল্যায়ন) আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে ৭৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এদের মধ্যে ১৫০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। সোমবার (১৯ এপ্রিল) আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি কোটা বণ্টন করে আদেশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

আদেশে আগামী ২৭ এপ্রিলের মধ্যে এ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে বলেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে ১৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

জানা গেছে, আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তি পাওয়া ১৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তি পাওয়া আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ শিক্ষার্থীকে প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বৃত্তির গেজেট প্রকাশের সাতদিনের মধ্যে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

এর আগে ১৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, ২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবে ১০ হাজার ৫০১ জন।

এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছেন মোট ১ হাজার ১২৫ জন। সাধারণ বৃত্তি পেয়েছেন ৯ হাজার ৩৭৬ জন।

যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- ঢাকা শিক্ষা বোর্ডের ৪২৭ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৭২ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১৯৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬৯ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৩১ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ৪১ জন, যশোর শিক্ষা বোর্ডের ৯৪ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮৬ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ১১১ জন।

যারা সাধারণ বৃত্তি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- ঢাকা শিক্ষা বোর্ডের ২৭০০ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬৫৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১২৬২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮৯৬ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৫৯২ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ৫৭০ জন, যশোর শিক্ষা বোর্ডের ১০০২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৭২৯ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ৯৬৬ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি পাওয়াদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

এনএম/এমএইচএস