বিধিনিষেধে বাড়ল এমবিবিএসে ভর্তির সময়সীমা
আলোচনা-সমালোচনা, উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে করোনা সংক্রমণের রেকর্ডের মধ্যেই গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয় মেডিকেল ভর্তি পরীক্ষা
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বেড়ে যাওয়ার কারণে সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।
মঙ্গলবার (১৮ মে) এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনায় শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যেও যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হয় এবং এর পক্ষে যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে পরবর্তীতে তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
এর আগে গত ২৫ এপ্রিল এমবিবিএস কোর্সে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত এমবিএস কোর্সে ভর্তি কার্যক্রম চলার কথা ছিল। আর ক্লাস শুরু হওয়ার কথা ছিল ১ জুলাই।
বিজ্ঞাপন
টিআই/এনএফ