বেসরকারি স্কুল ও কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারীদের মে (২০২১) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বুধবার (২ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বেতন-ভাতা তোলার শেষ দিন ৭ জুন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওর শিট ডাউনলোড করতে হবে।

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ১১ জুন পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এনএম/ওএফ