সরকারি কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি ফি আদায়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ
সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি আদায়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের নির্দেশনা অনুযায়ী বিটিইবি পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সে ভর্তি ফি সংগ্রহের ক্ষেত্রে অনুমোদিত নীতিমালা অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করলে পরবর্তীতে তা সমন্বয় করা হবে।
চিঠিটি দেশের সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএমইটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে অনুলিপি দেওয়া হয়েছে।
আরএইচটি/এমজে