এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স। সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে তারা ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।

রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগের পর শিক্ষানীতির ২০১৫ সালের ৭ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী নিয়োগে আবেদন করে কর্মস্থল পরিবর্তন করতে পারতেন। কিন্তু ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই ঐ ধারা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে দূরে কর্মরত শিক্ষকরা বাড়ির কাছাকাছি আসার সুযোগ হারান।

শিক্ষক নেতারা জানান, দীর্ঘ তিন বছর ধরে তারা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নির্দেশে ‘এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা হয়। নীতিমালা অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই বদলির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এএইচ বাবলু বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ কর্তৃপক্ষের দেরির কারণে দেশের হাজারো শিক্ষক পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে কর্মরত। আমরা বিশ্বাস করি, সরকার দ্রুত পদক্ষেপ নিলে শিক্ষকদের এ ন্যায্য দাবির বাস্তবায়ন সম্ভব।

তিনি বলেন, অক্টোবর শুরু হলেও এখনো শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা বহুবার অনুরোধ করেছি, কিন্তু কার্যকর পদক্ষেপ না আসায় আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

এসময় তিনি ঘোষণা দেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে যদি শূন্যপদের তালিকা প্রকাশ না করা হয়, তবে ২৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরএইচটি/এআইএস