চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজে পাস ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৯৮৬ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভিকারুননিসার কর্তৃপক্ষ এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাস করেছে ১ হাজার ৮০৭ জন, ফেল করেছে ৬০ জন। মানবিক বিভাগে পাস করছে ৩১১ জন, ফেল করেছে ৯ জন। ব্যবসায় শিক্ষায় পাস করেছে ৩১৬ জন, ফেল করেছে ১১ জন। 

বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়েছেন ৭৯৭ জন, মান‌বিকে ৮৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০৫ জন। তিন বিভাগ মোট জিপিএ–৫ পেয়েছেন ৯৮৬ জন। 

ফা‌তেমা তাস‌নীম সারা ভিকারুননিসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন। মে‌য়ের জিপিএ-৫ পাওয়ার তথ্য নিশ্চিত হ‌য়ে আবে‌গাপ্লুত হ‌য়ে প‌ড়েন মা নীলুফার ইয়াসমিন। ব‌লেন, ‘মে‌য়ে রাত জে‌গে পড়া‌শোনা করেছে। সে নি‌জের ই‌চ্ছায় পড়া‌শোনা ক‌রে‌ছে। এবার পরীক্ষার প্রশ্ন খুব ক‌ঠিন হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে মে‌য়ে ভা‌লো ক‌রে‌ছে এ‌তেই খু‌শি।’

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ব‌লেন, এই ফলে আমরা শুক‌রিয়া জানা‌চ্ছি আল্লার কা‌ছে। আমা‌দের মে‌য়েরা তা‌দের সেরাটা দি‌য়ে‌ছে। এবার প্রকৃত মেধার মূল্যায়ন হ‌য়ে‌ছে। প্রশ্ন, খাতা দেখা থে‌কে শুরু ক‌রে সব‌কিছু একটা স্ট্যানার্ডে রাখা হ‌য়ে‌ছে। অতী‌তে যেভা‌বে গ‌ড়ে সবাই ভা‌লো কর‌ছিল, এবার সেটা হয়‌নি, মেধার মূল্যায়ন হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, এবার ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ থে‌কে পরীক্ষা দি‌য়ে‌ছেন ২ হাজার ৫১৪ জন, সব বিষ‌য়ের পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৪৯৫ জন।

গত ২৬ জুন শুরু হয় এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন।

এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

গত ১৯ অগাস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

এনআই/জেডএস