এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানোন্নয়নে প্রশ্নপত্র প্রণেতা (সেটার) ও পরিশোধনকারী (মডারেটর) তৈরির লক্ষ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি ২৩টি বিষয়ে প্রশিক্ষণের জন্য ৯টি সাধারণ ও ১টি মাদরাসা শিক্ষাবোর্ডে যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

বোর্ড সমন্বয় কমিটির সভাপতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণের আওতায় থাকা ২৩টি বিষয় হলো— বাংলা প্রথম পত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, পরিসংখ্যান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন।

নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষকদের মনোনয়নের জন্য পাঁচটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। শিক্ষকদের এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে, যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা, কলেজের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ন্যূনতম ১০ বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে এবং যারা ইতোমধ্যে ১২ দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের ওপর প্রশিক্ষণ নিয়েছেন, তাদের আর মনোনয়ন দেওয়া যাবে না।

মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত মানদণ্ডের ভিত্তিতে বাংলা প্রথম পত্র বিষয়ে চারজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চারজন এবং অবশিষ্ট প্রতি বিষয়ে আটজন (প্রথম পত্রে ৪ + দ্বিতীয় পত্রে ৪) শিক্ষক নির্বাচন করতে হবে।

আর নির্বাচিত শিক্ষকদের নাম, পদবি, মোবাইল নম্বর, বিষয় এবং প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইলসহ একটি সুনির্দিষ্ট ছক আকারে তালিকা তৈরি করে আগামী ২০ কর্মদিবসের মধ্যে হার্ড কপি ও এক্সেল ফরম্যাটে সফট কপি controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। 

আরএইচটি/এমএন