শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ‘ট্যালেন্ট হান্ট’, ২৩ ডিসেম্বর থেকে নিবন্ধ
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) এবং ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও একক বিতর্ক ৩ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। এতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর থেকে। যা চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনা রেজিস্ট্রেশন ফিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাগুলো জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময় ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
নিবন্ধনের জন্য আলাদা তিনটি ওয়েবসাইট নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে চিত্রাঙ্কনের জন্য https://art.infostudents.com, কবিতা আবৃত্তির জন্য https://poem.infostudents.com এবং একক বা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার জন্য https://debate.infostudents.com ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিষয়ে দুই মাসের একটি অনলাইন প্রশিক্ষণও দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/জেডএস