ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের নাম সংশোধন করে ‘ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামে সরকারিকরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখের স্মারকের ক্রমিক ১৭ অনুযায়ী বিদ্যালয়টি আগে সরকারিকরণ করা হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম সংশোধন করে কলেজ অন্তর্ভুক্ত করে সরকারিকরণ কার্যকর করা হলো।

এতে আরও বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এসএসএইচ