দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী বছর জুন মাসে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নভেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৮ জুন। এই পরীক্ষা চলবে ১২ দিন এবং শেষ হবে ১৩ জুলাই। এ সময়ের মধ্যে নির্ধারিত সিলেবাস অনুযায়ী সব বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে হবে।

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর। এই পরীক্ষা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এরপর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে সব শ্রেণির পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি আগেভাগে জানানো হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর এবং তা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষাপঞ্জিতে আরও বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারঘোষিত নির্দেশনার আলোকে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপঞ্জির নির্দেশনামতে, অর্ধবার্ষিক ও বার্ষিকসহ প্রতিটি পরীক্ষার সময়সীমা ১২ কর্মদিবসের বেশি হবে না। সব পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া, নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পূর্বানুমতি নিতে হবে।

শিক্ষাপঞ্জিতে আরও বলা হয়েছে, এসএসসি পরীক্ষার সময় যেসব বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে না, সেখানে নিয়মিতভাবে শ্রেণিকক্ষের পাঠদান চালু থাকবে। একই সঙ্গে জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসগুলো যথারীতি পালন করতে হবে।

আরএইচটি/এমজে