ইবতেদায়ি ও দাখিলের বৃত্তি পরীক্ষা পেছাল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির চলমান বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, সরকার ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করায় ওই দিনের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এর ফলে ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি ২০২৬ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ (মঙ্গলবার) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।
আরএইচটি/এনএফ
বিজ্ঞাপন