জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি

২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৬ জুলাই) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে। আগামী ১৭ আগস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএম/এমএইচএস