সরকারি স্কুলে অপেক্ষমাণ তালিকার ভর্তি শেষ আজ
সরকারি স্কুলে লটারিতে অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ সোমবার (২৫ জানুয়ারি)। এর মাধ্যমে সরকারি স্কুলে সব শ্রেণিতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের কার্যক্রম শেষ হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার মাধ্যমে সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে। মোট কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে তার পূর্নাঙ্গ তালিকা চেয়ে আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এ মাসের মধ্যে শেষ হবে। সেসব প্রতিষ্ঠানে কত শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে সে তথ্যও সংগ্রহ করা হবে।
গত ১১ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির মাধ্যমে সারাদেশের ৩৯০টি স্কুলের ৭৭ হাজার ১৪৪জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। সমপরিমাণ শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় স্থান দেওয়া হয়।
বিজ্ঞাপন
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২০ জানুয়ারি এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল মাউশি।
জানা গেছে, এ বছর মাউশির আওতাধীন সারাদেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে ৯ম শ্রেণির ভর্তিতে মোট ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনে চাহিদা আসে।
ভর্তি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে মাউশি পরিচালক প্রফেসর বেলাল হোসাইন বলেন, ভর্তি নিয়ে নয়- ছয় করার কোনো সুযোগ ছিল না। পুরো ভর্তি কার্যক্রমটি আমরা অনলাইনে নজরদারি করছি। কোন স্কুলে কত আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, কতজন বাকি আছে, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী কোটাসহ অন্যান্য কোটা মানা হচ্ছে কিনা সেগুলো কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা বা অন্যান্য ফি বেশি নেওয়া হচ্ছে কিনা তাও মনিটরিং করা হচ্ছে।
এনএম/এসআরএস