টিকা নিয়েও করোনায় মারা গেলেন ঢাবির আরেক শিক্ষক
দুই ডোজ টিকা নেওয়ার পরেও করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃত বিভাগের চেয়ারপারসন সহকারী অধ্যাপক নামিতা মণ্ডল। তিনি বলেন, ছয় মাস আগে ফয়েজুন্নেছা করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। চলতি মাসের ৩ তারিখে তার করোনা পজিটিভ আসে। এরপরে ১০ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযার নামাজ শেষে বনানী করবস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন শিক্ষক ও গবেষক। সংস্কৃত বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। সংস্কৃত শিক্ষার প্রসার ও গবেষণায় গুণী এই অধ্যাপক অসামান্য অবদান রেখে গেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে গত ৫ ডিসেম্বর দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান ইন্তেকাল করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ জন বর্তমান-সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।
এইচআর/জেডএস