আগামী ১৩ মার্চ থেকে সীমিত পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মাদ বাহাউদ্দিন।

তিনি বলেন, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আগামী ১৩ মার্চ থেকে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে পারবে।

উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় মার্চের প্রথম সপ্তাহে হল খোলার সুপারিশ করা হয়েছিল।

জেডএস