ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ইন্টার্নশিপ ফেস্ট ২০২১। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে এর আয়োজন করা হয়। 

১৯ ডিসেম্বর সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিরা ফেস্ট উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে নানা নির্দেশনা দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ড. বিকর্ণ কুমার ঘোষ।

ফেস্টে সভাপতিত্বে করেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এইচআরডিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. এম মিজানুর রহমান।  

দেশের স্বনামধন্য ১৮টি প্রতিষ্ঠান সরাসরি ফেস্টে অংশ নেয়। এছাড়াও দেশের সরকারি-বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে ফেস্টে অংশ নেন। 

ফেস্টে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীরা এ প্রোগ্রামের মাধ্যমে একইসঙ্গে একই ছাদের নিচে অনেক প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী তাদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে সমর্থ হন। এ আয়োজনের ফলে চাকরিদাতা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হয়েছেন।

আরএইচ