এইচএসসি পরীক্ষার ১৮তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ হাজার ৯৮১ জন। বিকেলের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র ও সমাজকর্ম দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হয়। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকেন দুই হাজার ৬৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৭৯ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ৬৫৪ জন, বরিশাল বোর্ডে ৯২৫ জন, সিলেট বোর্ডে ৭১১ জন, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৫ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ১৪৯ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩৬ জন ও যশোর বোর্ডে এক হাজার ৬৭০ জন।

বিকেলে হয় ক্রীড়া দ্বিতীয়পত্র পরীক্ষা। এতে কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন না। 

করোনা মহামারির কারণে এবার এই পাবলিক পরীক্ষা এপ্রিলের পরিবর্তে ৮ মাস পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

এএজে/ওএফ