ক্ষুদ্র মেরামতের জন্য দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০০ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে প্রতিটি স্কুল পাবে ২ লাখ করে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে, এ বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্নখাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে এবং পুরো অর্থ বাবদ খরচের সকল ভাউচার রাখতে হবে। 

প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। এই কাজটি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদারকি করবেন।  

পিইডিপি৪ এর উপপরিচালক এইচ এম আবুল বাশার বলেন, বরাদ্দকৃত অর্থ অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্তও উত্তোলন করা যাবে না। এছাড়া মেরামতের সকল খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে। 

এএজে/আইএসএইচ