দেশের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের অন্যতম মহাসচিব এবং গীতকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘এই আয়োজন খুবই আনন্দের, কারণ বরেণ্য শিল্পীদের জীবন লিপিবদ্ধ থাকা এই জগতের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন কাজ খুব কম হয়েছে। কুমার বিশ্বজিৎ তার গানে পৃথিবী জয় করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন। তার কথনে তার গড়ে ওঠার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে।’

কুমার বিশ্বজিৎ বলেন, ‘এর আগেও অনেকে এমন কাজ করতে চাইলেও আস্থা পাইনি। জয়ের ওপর আস্থা ছিল তাই রাজি হয়েছি। নিজের জীবদ্দশায় নিজের জীবনীগ্রন্থ দেখে যেতে পারলাম সেটাই আমার জন্য আনন্দের। এ বই পড়ে তরুণ প্রজন্ম আমাদের জীবনের যে চড়াই-উতরাই তা থেকে শিক্ষা নেবে বলেই আশা করি।’

বইটি লিখেছেন ও প্রকাশ করেছেন এ সময়ের সংগীতশিল্পী জয় শাহরিয়ার। তিনি বলেন, 'এই বইটি আমার একটি স্বপ্নের বাস্তবায়ন। আমাদের দেশে যারা কিংবদন্তি তাদের কাজ, দর্শন সংরক্ষণের উদ্যোগ অপ্রতুল। তাই এই কাজটি শুরু করলাম। বিশ্বদা’কে ধন্যবাদ আমাকে সব ধরণের সহযোগিতা করার জন্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউভার্সেল হাসপাতালের পক্ষ থেকে ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী।

মোড়ক উন্মোচনের আগে হয় আলোচনা অনুষ্ঠান। পরে স্মৃতিচারণ পর্ব। সবশেষে ছিল কুমার বিশ্বজিতের অটোগ্রাফ সেশন। পুরো আয়োজনটি করেছে আজব কারখানা। সহযোগিতায় শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয় ও ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।

আরআইজে