জনপ্রিয় নাট্যাভিনেতা ও ইউটিউবার শামীম হাসান সরকার। ছোটবেলায় ক্যাডেট কলেজে পড়াবস্থায় ম্যাগাজিনে কিংবা দেয়াল পত্রিকায় নিয়মিত লিখতেন। তারই ধারাবাহিকতায় গত প্রায় সাড়ে তিন বছর ধরে ফেসবুকের পাতায় সমসাময়িক নানা বিষয় নিয়ে কবিতা লিখেছেন তিনি। যা প্রকাশ পায় ‘আরবান কবি’ নামে।

এবার সেখান থেকে বাছাইকৃত কবিতা নিয়ে নিজের প্রথম বই প্রকাশ করেছেন শামীম। যার নামও দিয়েছেন ‘আরবান কবি’। একুশে বইমেলায় এটি পাওয়া যাচ্ছে ‘উড়কি’র স্টলে (৫৭৮)।

বইটির প্রকাশ উপলক্ষ্যে বিশেষভাবে মেলায় দেখা মিলেছে শামীম হাসান সরকারের। পঠকরা রীতিমত সিরিয়াল দিয়ে এই অভিনেতার বই কিনছেন। অটোগ্রাফ নিচ্ছেন। পাঠক-ভক্তের এমন ভালোবাসায় মুগ্ধ লেখক শামীম।

তিনি বলেন, ‘আমি আসলে  কবিতাগুলো লিখেছি মানুষের মন ভালো করার জন্য। বইটির কোনো পান্ডুলিপি নেই। কিন্তু বইটি মানুষকে হাসাবে, ভাবাবে এবং আনন্দ দেবে। এই ব্যস্ত জীবনে দিন শেষে মানুষ কিন্তু একটু মন খুলে হাসতে চায়। সে কারণেই আমার এই প্রয়াস।’

শামীম হাসান সরকার বলেন, ‘ছোটবেলায় আব্বুর সঙ্গে অনেকবার বই মেলায় গিয়েছি। ঘুরেছি এবং বই কিনেছি। কিন্তু কখনো ভাবিনি নিজেই বই লিখব এবং বইমেলায় এসে এভাবে অটোগ্রাফ দেব। এটা সত্যিই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

এই অভিনেতা আরও যোগ করেন, ‘অনেক ভক্ত আমার লেখায় লাইক-কমেন্ট দিয়েছে, শেয়ার করেছে। কিন্তু তাদের কাছে অনেকদিন অজানাই ছিল লেখকের পরিচয়। বইটি প্রকাশ হওয়ার পর সবাই ফেসবুকে রিভিউ দিচ্ছে, ছবি তুলে পোস্ট করছে। আমার বই মানুষের ভালো লাগছে এই আবেগ, ভালোলাগা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সত্যিই অনেক বেশি আনন্দিত।’

বইটি প্রকাশ করেছে বুকিশ পাবলিকেশন্স। এর পৃষ্ঠা সংখ্যা ৬৪, দাম ২০০ টাকা। তবে বইমেলায় ১৯০ টাকায় পাওয়া যাচ্ছে এবং সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি পোস্টার। ‘আরবান কবি’র টি-শার্টও বাণিজ্যিকভাবে সবার কাছে পৌঁছানোর পরিকল্পনা চলছে বলে জানান শামীম।

আরআইজে