সোমবার ঋদ্ধির অস্ত্রোপচার
কিছু দিন আগেই করোনা সংক্রমণে ভুগেছেন। এ বার কিডনিতে পাথর ধরা পড়ল ঋদ্ধি সেনের।
এ বিষয়ে ঋদ্ধির বাবা কৌশিক সেন বলেন, দিন কয়েক ধরেই ব্যথা অনুভব করছিল ঋদ্ধি। আচমকা ব্যথা বেড়ে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান, তার কিডনিতে একটি পাথর হয়েছে। সেই কারণেই ব্যথায় কষ্ট পাচ্ছে সে।
বিজ্ঞাপন
ব্যথা ছাড়া এই মুহূর্তে অন্য কোনও অসুস্থতা নেই তার। জনপ্রিয় অভিনেতা মনে করছেন, সম্ভবত কম জল খাওয়া থেকেই এই বিপত্তি।
চিকিৎসকেরা জানিয়েছেন, সোমবার অপারেশন হবে। এক বা দেড় দিনের মাথায় ছেড়ে দেওয়া হবে। অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টা টানা বিশ্রাম নিতে হবে ঋদ্ধিকে। তার পরেই আবার কাজে ফিরতে পারবেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেতা।
বিজ্ঞাপন
আইএসএইচ