‘ইচ্ছে মানুষ’ খ্যাত গায়ক শাওন গানওয়ালা এবার অস্ত্র হাতে তুলে নিয়েছেন! একটি ওয়েব ফিল্মে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে গিয়েই অস্ত্র হাতে তুলে নিলেন তিনি। ওয়েব ফিল্মটির নাম ‘ফোর-জিরো-ফোর: নট ফাউন্ড’। যেখানে প্রথমবারের মতো খারাপ মানুষের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় এই গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক।

এতে আরও অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মুখ জেসিয়া ইসলাম, সাদমান ফাইয়াজ, ফররুক আহমেদ রেহান, কাজী তানভির রশিদ অপু, সোহান বাবু, প্রয়াত লরেন মেন্ডেস প্রমুখ।

অভিনেতা হিসেবে শাওন গানওয়ালার দ্বিতীয় কাজ এটি। এর আগে ২০১৯ সালে নির্মাতা নোমান রবিনের ওয়েব ফিল্ম ‘খেলতাসি’তে  অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি। প্রায় তিন বছর পর আবারও দেখা যাবে তার অভিনয়।

শাওন গানওয়ালা বলেন, ‘আমি গানের মানুষ। অভিনয়টা নিছক একটা শখ। তারপরও কাজটা বেশ উপভোগ করেছি। সেটে সবাই আমাকে উৎসাহ দিয়েছেন, সাহস যুগিয়েছেন। নেতিবাচক ক্যারেকটার রোল-প্লে করা সত্যিই অনেক কঠিন। এক্সপ্রেশন, লুক, এটিটিউড সবক্ষেত্রে খুব সিরিয়াস থাকতে হয়। সামনে আমি আরও অভনয় করতে চাই। কারণ নিজের কাজটা আমার ভালো লাগে।’

সজল আহমেদের পরিচালনায় ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছেন সামিয়া চার্লি। আগামী ৩১ মার্চ অলিভ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে প্রেম শাওন গানওয়ালার। পড়াশোনাও সংগীতে—নজরুল সংগীতে অনার্স-মাস্টার্স করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি থেকে। তালিম নিয়েছেন ওস্তাদ রশিদ উদ্দিন খাঁর কাছেও। এরইমধ্যে বেশ কিছু ভালো গান উপহার দিয়েছেন তিনি। শিগগিরই হাজির হবেন নতুন গান নিয়ে।

আরআইজে